জেনে নিন, প্রবাসীদের জন্য বিমানবন্দরে বিশেষ কী সুবিধা আছে?

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কে প্রাপ্ত সুযোগ সুবিধাদিঃ

১। কোন অসুস্থ প্রবাসী দেশে আসলে তাঁর জন্য আছে বিশেষ এ্যাম্বুলেন্স সার্ভিস।

২। পরবর্তিতে তাঁকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করা হয়।

৩। মানসিকভাবে বিপর্যস্ত কোন প্রবাসী দেশে ফিরলে তাঁকে স্বজনের কাছে পৌঁছে দেয়া হয়।

৪। কোন প্রবাসী শ্রমিক বিদেশে মৃত্যুবরণ করলে তাঁর পরিবারকে এই ডেস্ক থেকে এককালিন ৩৫ হাজার টাকা দাফনের খরচ দেয়া হয়।পরবর্তিতে এই ডেস্কের সহযোগিতায় শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে ৩ লক্ষ টাকা অনুদান দেয়া হয়।

৫। আগমনি ও বহির্গমন প্রবাসী যাত্রিদের জন্য ফ্রি মোবাইল কলের ব্যবস্থা।

৬। বিএমএটি কার্ডের সত্যতা যাচাই করা হয় এবং প্রবাসীর যাবতীয় তথ্য সংগ্রহ করা হয়।

৭। ফিঙ্গার প্রিন্ট সংগ্রহ করা হয়।

এছাড়া বিমানবন্দরে যেকোন প্রয়োজনে এয়ারপোর্ট আর্মড পুলিশের সহযোগিতা নেয়া যাবে।



মন্তব্য চালু নেই