জেএমবির চট্টগ্রামের সংগঠক টাঙ্গাইলে গ্রেফতার

জেএমবির চট্টগ্রামের প্রধান সংগঠক মিনহাজুল ইসলাম প্রকাশ সজিবকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ।

শুক্রবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল অভিযান চালিয়ে টাঙ্গাইলের নাগরপুর এলাকা থেকে এই জঙ্গি সংগঠককে গ্রেফতার করে।

চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর ও দক্ষিণ) জানান, চট্টগ্রামে জঙ্গি আস্তানা থেকে গ্রেনেড উদ্ধার এবং নগরীর সদরঘাট থানায় ছিনতাই করার সময় পালাতে গিয়ে গ্রেনেড বিস্ফোরণে দুই জেএমবির সদস্যসহ তিনজন নিহতের ঘটনার সঙ্গে সজিব জড়িত। চট্টগ্রাম থেকে গ্রেফতারকৃত ৫ জঙ্গি সদস্যও জঙ্গি সংগঠক হিসেবে সজিবের নাম প্রকাশ করেছে। চট্টগ্রামের জঙ্গি আস্তানায় অভিযানের পর থেকে পুলিশ তাকে গ্রেফতারের চেষ্টা চালিয়ে আসছিল। সর্বশেষ টাঙ্গাইলে তার অবস্থান নিশ্চিত হয়ে শুক্রবার গভীর রাতে অভিযান চালানো হয়।

গ্রেফতারকৃত জঙ্গি নেতা সজিবের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় বলে পুলিশ জানিয়েছে।

উল্লেখ্য, গত ৫ অক্টোবর চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানার খোয়াজনগর এলাকায় অভিযান চালিয়ে জেএমবি চট্টগ্রাম অঞ্চলের সামরিক শাখার প্রধান তৌফিকুল ইসলাম ওরফে জাবেদসহ পাঁচ জেএমবি সদস্যকে গ্রেফতার করা হয়। এই সময় জঙ্গি আস্তানা থেকে বিপুল পরিমাণ গুলি, হ্যান্ড গ্রেনেড, বিস্ফোরক ও জিহাদি বই উদ্ধার করা হয়।



মন্তব্য চালু নেই