জুয়া খেলার টাকা না পেয়ে প্রতিবন্ধী স্ত্রীকে পিটিয়েছে স্বামী!

জুয়া খেলার টাকা না দেয়ায় ও খেলতে বাধা দেয়ায় শারীরিক প্রতিবন্ধী দুই সন্তানের জননী তুলি বেগম (৩৫) কে বেধরক পিটিয়েছে পাষন্ড স্বামী। বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) বিকালে ঘটনাটি ঘটে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের হাড়িবেচা গ্রামে। এ ঘটনায় এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় প্রতিবন্ধী তুলি বেগম কে উপজেলা হাসপাতালে ভর্তি করেছেন।

অভিযোগে জানা যায়, শারীরিক প্রতিবন্ধী তুলি বেগম সরকারিভাবে প্রতিবন্ধী ভাতা হিসাবে প্রতি তিনমাস অন্তর দেড় হাজার করে টাকা পেয়ে থাকে। প্রতিবারই ওই ভাতার টাকা হাতিয়ে নিয়ে স্বামী সাজেদুল ইসলাম (৪০) জুয়া খেলে। এবারেও ওই ভাতার টাকা পুনরায় হাতিয়ে নিয়ে জুয়া খেলতে গেলে স্ত্রী বাধা দেয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা খুঁনতি দিয়ে স্ত্রীর শরীরে আঘাত করে রক্তাত্ব জখম করে। এলাকাবাসী ছুটে এলে পাষন্ড স্বামী পালিয়ে যায়। পরে এলাকাবাসী তুলি বেগম কে স্থানীয় হাসপাতালে নিয়ে ভর্তি করে।

কিশোরীগঞ্জ থানার ওসি মোস্তাফিজার রহমান জানান ঘটনাটি জানতে পেরেছি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।



মন্তব্য চালু নেই