জুস খেয়ে অজ্ঞান পার্টির খপ্পরে কনস্টেবল
রাজধানীর মহাখালীতে জুস খেয়ে টাকা খোয়ালেন পুলিশের কনস্টেবল। এসময় অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে আট হাজার টাকা ও মোবাইল ফোন খুইয়েছেন মো. রাকিবুজ্জামান (৩০) নামে পুলিশের ওই কনস্টেবল। তিনি নারায়ণগঞ্জ মডেল থানায় কর্মরত।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম ভুক্তভোগী কনস্টেবলের কাছ থেকে পাওয়া তথ্যের বরাত দিয়ে জানান, থানায় ডিউটি শেষে রাকিবুজ্জামান ময়মসিংহের ভালুকায় গ্রামের বাড়ি যাচ্ছিলেন। মহাখালী বাস টার্মিনালে এসে তিনি রাস্তার পাশ থেকে জুস কিনে পান করেন। এর পর অজ্ঞান হয়ে পড়েন। এ সময় অজ্ঞান পার্টির সদস্যরা তার কাছে থাকা আট হাজার টাকা ও মোবাইল ফোন নিয়ে যায়।
উপ-পরিদর্শক আরও জানান, রাকিবুজ্জামানকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) ভর্তি করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।
মন্তব্য চালু নেই