জুমাতুল বিদায় মসজিদে মসজিদে মুসল্লীর ঢল

শুক্রবার ২৬ রমজান ছিল পবিত্র জমাদুল বিদা। মাহে রমজানের শেষ জুমা। মুসলমানদের প্রথম কেবলা বায়তুল মুকাদ্দাস দীর্ঘদিন ধরে ইহুদিদের দখলে রয়েছে।

এ পবিত্র মসজিদকে মুক্ত করার দাবিতে রমজানের শেষ শুক্রবার বিশ্বব্যাপী পালিত হয় আল-কুদস দিবস। জমাতুল বিদার দিনে আল কুদস দিবস পালিত হয় বিশ্বব্যাপী।

মহান রাব্বুল আল্লামীদের রহমত, মাগফিরাত ও নাজাতের মাস রমজানের শেষ জুমা অত্যন্তধর্মপ্রাণ মুসলমানদের কাছে অতীব গুরুত্ব ও মর্যাদাপূর্ণ।

রমজানের শেষ জুমা হওয়ায় শুক্রবারকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। জুমাতুল বিদার দিন ধর্মপ্রাণ মুসল্লিরা এলাকার মসজিদ্ আগেভাগেই উপস্থিত হন। বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গন আজানের আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

রোজা নিয়ে জমাতুল বিদার জামাতে শরিক হওয়ার চেষ্টা করেন। শুক্রবার প্রধান মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীর পাড়া মহল্লার সব মসজিদে মুসল্লিদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে।
মসজিদ ছাড়িয়ে আশপাশের রাস্তায় মুসল্লিরা কাতারবন্দি হয়ে নামাজ আদায় করেন।

পবিত্র জমাতুল বিদায় মসজিদে মসজিদে দেশ জাতি ও মুসলমানদের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়। রমজানের শেষ শুক্রবার আল্লাহর কাছে দুনিয়া ও আখিরাতের কল্যাণে কান্নাজড়িত কণ্ঠে মোনাজাত করেন মুসল্লীরা।



মন্তব্য চালু নেই