জুতায় বাংলাদেশি পতাকা : প্রচার বন্ধ করেছে জাজল

মার্কিন ই-কমার্স প্রতিষ্ঠান জাজল তাদের ওয়েবসাইট থেকে বাংলাদেশের জাতীয় পতাকা ও মানচিত্রখচিত জুতা বিক্রির বিজ্ঞাপন সরিয়ে ফেলেছে।

শনিবার দুপুরের পর থেকে জাজলের ওয়েবসাইটে ওই লিংকটি আর খুলছে না।

বিজ্ঞাপনটি প্রচারের শুরু থেকেই বাংলাদেশ ও ভারতে সামাজিক যো্গাযোগ মাধ্যমে এর নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

বৃহস্পতিবার ভারতের সংবাদ মাধ্যম হিন্দুস্থান টাইমসে একটি প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি নজরে আসে। এরপর বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় তোলেন বাংলাদেশি অনলাইন অ্যাকটিভিস্টরা। জাজল তাদের ওয়েবসাইটে https://www.zazzle.com/bangladesh+mens+printed+shoes লিংকে বাংলাদেশের পতাকা ও মানচিত্র সংবলিত ১৭টি ডিজাইনের পণ্যের ছবি দিয়েছিল।

মার্কিন ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটে দেখা গেছে, তারা বিশ্বের বিভিন্ন দেশের পতাকা ও মানচিত্র নিয়ে নানাভাবে বাণিজ্য করছে। বিভিন্ন সময় তারা বিভিন্ন দেশের পতাকার ছবি দিয়ে পণ্যের ডিজাইন করে। কিন্তু আগে কখনো জুতায় কোনো দেশের পতাকার ছবি দিয়েছিল কি না তা জানা যায়নি। তবে বিভিন্ন দেশের পতাকা দিয়ে টি-শার্ট, মগ, ওয়ালমেট তৈরি করে তার বিজ্ঞাপন প্রচার করতে দেখা গেছে।

এদিকে বাংলাদেশের পতাকা ও মানচিত্র সংবলতি জুতা তৈরি এবং তা সরিয়ে ফেলার বিষয়ে জাজল কর্তৃপক্ষকে কোনো বিবৃতি বা দুঃখ প্রকাশ করতে দেখা যায়নি।



মন্তব্য চালু নেই