জিয়ার মাজারে খালেদার শ্রদ্ধা
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে তার মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন দলটির চেয়ারম্যান খালেদা জিয়া।
১৯ জানুয়ারি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন। জন্মদিন উপলক্ষে জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার সকাল ১১টা ৩৫ মিনিটে শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা জানান বেগম জিয়া।
শ্রদ্ধা নিবেদন শেষে সুরা ফাতিহা পাঠ করে মোনাজাত করা হয়।
এর আগে সকাল পৌনে ১১টায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে রওয়ানা করেন বেগম জিয়া।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান এ জেড এম জাহিদ হোসেন, আহমেদ আজম খান, উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব, সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী প্রমুখ উপস্থিত ছিলেন।
নয়াপল্টনে ফ্রি মেডিকেল ক্যাম্প
রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচতলায় ফ্রি মেডিকেল ক্যাম্পে দুস্থ ও অসহায় রোগীদেরকে স্বাস্থসেবা দিচ্ছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। বৃহস্পতিবার সকাল ৯টা থেকে এই কার্যক্রম শুরু হয়।
বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮১তম জন্মদিন উপলক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্পটির আয়োজন করেছে ড্যাব।
দুপুর দেড়টায় সরেজমিনে দেখা গেছে, সারিবদ্ধ হয়ে ফ্রি চিকিৎসা নিতে আসা রোগীরা স্বাস্থ্যসেবা গ্রহণ করছেন। চিকিৎসা নেয়ার পর ওষুধও ফ্রি দেয়া হচ্ছে।
সকাল থেকে দুপুর নাগাদ পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানিয়েছেন ড্যাব নেতারা।
মন্তব্য চালু নেই