জিয়াকে নিয়ে মন্তব্য করার যোগ্যতা আ.লীগের নেই : নজরুল ইসলাম খান

জিয়াউর রহমান সম্পর্কে কোনো ধরনের মন্তব্য করার যোগ্যতা আওয়ামী লীগ নেতাদের নেই বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

রোববার সন্ধ্যায় জাতীয় প্রেসক্লাবে জিয়াউর রহমানের ৩৩তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতী দল আয়োজিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

প্রধান অতিথির বক্তব্যে নাজরুল ইসলাম বলেন, ‘শহীদ জিয়া সম্পর্কে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন কটুক্তি করে থাকেন। আপনাদের বলতে চাই, শহীদ জিয়া সম্পর্কে মন্তব্য করার যোগ্য আপনারা নন।’

এ সময় তিনি বলেন, ‘আওয়ামী লীগ অতীতেও অবৈধ সরকারকে সমর্থন করেছে। এরশাদ ক্ষমতা দখল করার পর তারা বলেছিল ‘উই আর নট আন-হ্যাপি’। বিএনপি অবৈধভাবে ক্ষমতায় আসেও নাই, অবৈধভাবে সরকারকে উৎখাত করার আগ্রহও বিএনপির নাই।’

আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ করে তিনি আরও বলেন, ‘আমরা বৈধভাবে এবং সংগত কারণেই এ সরকারের পতন চাই।’

জাগপা সভাপতি শফিউল আলম প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ করে বলেন, ‘জিয়া হত্যার সন্দেহের তীর আপনার দিকে। কারণ জিয়া যেদিন নিহত হন সেদিন আপনি বোরখা পড়ে পালিয়েছিলে। আপনি সেদিন ভয় পেয়েছিলেন কেন?’

শেখ হাসিনাকে উদ্দেশ করে অন্য বক্তরা এ সময় বলেন, ‘গণতন্ত্র ছিনিয়ে নিলে শুধু বিএনপি ক্ষতিগ্রস্ত হবে না। আপনার দলও ক্ষতিগ্রস্ত হবে। গণতন্ত্র বিপন্ন হলে আপনার দলও বিপন্ন হবে।’

তাঁতী দলের সভাপতি হুমায়ুন ইসলাম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য দেন বিএনপির অর্থনীতি বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, যুব দলের সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাম, তাঁতী দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ অন্য নেতাকর্মীরা।



মন্তব্য চালু নেই