জিয়াউর রহমান মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা
বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দু’গ্রুপের সংঘর্ষের কারণে বুধবার বেলা ১১টার দিকে একাডেমিক কাউন্সিলের বৈঠকে এ সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
কলেজের উপাধ্যক্ষ ডা. রেজাউল আলম জুয়েল জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মঙ্গলবার রাত ৩টার দিকে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষ হয়। এ ঘটনায় একাডেমিক কাউন্সিলের বৈঠকে মেডিকেল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে।
একই সঙ্গে বিকেল ৪টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই