মুজিবকোটের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না : শিবির

জিয়াউর রহমান আ.লীগেরও জন্মদাতা : জামায়াত নেতা সেলিম

ঢাকা মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি সেলিম উদ্দীন বলেছেন, ‘সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপির প্রতিষ্ঠাতা তো বটেই তিনি আওয়ামী লীগেরও প্রতিষ্ঠাতা।’

তিনি বলেন, ‘১৯৭১ সালে স্বাধীনতার পর বঙ্গবন্ধু বাকশাল কায়েম করে সকল গণতান্ত্রিক দলকে নিষিদ্ধ করেছিলেন। সেসময় ৪টি পত্রিকা রেখে বাকি পত্রিকাগুলোও নিষিদ্ধ করেছিলেন তিনি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকল রাজনৈতিক দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছেন। তিনি আওয়ামী লীগেরও জন্মদাতা। কিন্তু যেই নেতা তাদের রাজনীতি করার অধিকার দিয়েছেন তার নাম নিতেও তাদের লজ্জা হয়।’

মঙ্গলবার সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সম্প্রচার নীতিমালা ২০১৪ বাতিলের দাবিতে ২০ দলীয় জোটের আয়োজিত প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগকে উদ্দেশ করে সেলিম বলেন, ‘এদের বিদায় দিতে হবে। তারা অবৈধভাবে ক্ষমতায় আসার পর জনগণের উপর জুলুম নির্যাতন শুরু করেছে। জামায়াতের গোলাম আজম, মুজাহিদসহ অসংখ্য জাতীয় নেতাকে অন্যায়ভাবে কারাগারে আটকে রেখেছে। বাংলার জনগণ এদের মুক্ত করেই ছাড়বে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ মানুষ খুনে বিশ্ব চ্যাস্পিয়ন হয়েছে। মিডিয়া যেন তাদের কিছু বলতে না পারে সেজন্য মিডিয়ার গলা চেপে ধরেছে। আমরা অতি শিঘ্রই বন্ধ গণমাধ্যম খুলে দেয়া এবং জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবি জানাচ্ছি।’

প্রসঙ্গত, জাতীয় সম্প্রচার নীতিমালা বাতিলের দাবিতে মঙ্গলবার এ প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে ২০ দলীয় জোট।

## মুজিবকোটের চিহ্নই খুঁজে পাওয়া যাবে না :
প্রধানমন্ত্রীকে হুঁশিয়ার করে শিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ‘জনগণের কোনো দাবি মেনে নেয়া না হলে ছাত্রসমাজ যেভাবে জেগে উঠেছে তাতে মুজিবকোটের কোনো চিহ্নই খুঁজে পাওয়া যাবে না।’

জাতীয় সম্প্রচার নীতিমালা-২০১৪ বাতিলের দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে ২০ দলীয় জোট আয়োজিত সমাবেশে একথা বলেন জামায়াতে ইসলামের ছাত্র সংগঠনটির এই নেতা।

শিক্ষাঙ্গনে সন্ত্রাস, হামলা ও টেন্ডারবাজির অভিযোগ এনে ছাত্রলীগের ক্যাডারদের গ্রেপ্তারের দাবিও জানান তিনি।

২০ দলের এ সমাবেশে মঞ্চের আশপাশের প্রায় অধিকাংশ জায়গা দখল করে রেখেছে জামায়াত ইসলামের এ ছাত্র সংগঠনটি।

শর্ত সাপেক্ষে সোমবার বিএনপিকে এ সমাবেশের অনুমতি দেয় ডিএমপি।



মন্তব্য চালু নেই