জিম্বাবুয়েকে ২৮২ রানের টার্গেট দিল বাংলাদেশ
জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটি মাঠে গড়িয়েছে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে জিম্বাবুয়ে।
আজকের ম্যাচে বাংলাদেশ দলের হয়ে অভিষেক হচ্ছে সাব্বির রহমানের। দলে আছেন আইসিসি থেকে ছাড়পত্র পাওয়া বোলার আল-আমিন হোসেন। তিনজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে আজ খেলছে বাংলাদেশ।
টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ২৮১ রান সংগ্রহ করেছে বাংলাদেশ। জয়ের জন্য জিম্বাবুয়েকে ২৮২ রান করতে হবে।
ইনিংসের শুরুতে ব্যক্তিগত ৫ রানে পানিয়াঙ্গারার বলে বোল্ড আউট হয়ে সাজঘরে ফেরেন তামিম ইকবাল। এনামুল হক বিজয়ও (১২) চাতারার বলে আউট হন। দলীয় ৩১ রানে চাতারার দ্বিতীয় শিকারে পরিণত হন মাহমুদুল্লাহ। মুমিনুল হক স্কুপ খেলতে গিয়ে বোল্ড হয়ে যান (৩১)। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরি তুলে নেয়ার পর সাজঘরমুখি হন সাকিবও (১০১)। মুশফিক ও সাকিব মিলে ১৪৮ রানের জুটি গড়েন। মুশফিক একটি জীবন পাওয়ার পর ৬৫ রানে আউট হন। অধিনায়ক মাশরাফিও বেশিক্ষণ টিকতে পারেননি। অভিষিক্ত সাব্বির রহমান ২৫ বলে ৪৪ রান তুলে লড়াকু এক সংগ্রহ এনে দেন বাংলাদেশকে।
ম্যাচ শুরুর আগে প্রয়াত ধারাভাষ্যকার মঞ্জুর হাসান মিন্টুর জন্য এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ দল : তামিম ইকবাল, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, মাশরাফি মোর্তজা (অধিনায়ক), আরাফাত সানী, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।
জিম্বাবুয়ে দল : এলটন চিগুম্বুরা (অধিনায়ক), ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, রেগিস চাকাবভা, টেন্ডাই চাটারা, টাফাজয়া কামুনগোজি, হ্যামিল্টন মাসাকাদজা, জন নিউম্বু, টিনাশে পানিয়াঙ্গারা, ভুসিমুজি সিবান্দা, সলোমন মায়ার।
মন্তব্য চালু নেই