জিম্বাবুয়েকে মুশফিকের হুমকি!

তিন দিনে ঢাকা টেস্ট জিতে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বাংলাদেশ। ফিরে পেয়েছে প্রতিপক্ষকে ঘায়েল করার মানসিক টনিকও। তাই সোমবার খুলনায় জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলতে নামার আগে ব্রেন্ডন টেলর বাহিনীকে কার্যত হুমকি দিচ্ছেন মুশফিক!

রোববার খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে দলের অনুশীলন শেষে মুশফিক বলেন,‘মিরপুরের উইকেট থেকে জিম্বাবুয়ের পেসাররা সুবিধা পেলেও খুলনার উইকেটে ওরা সুবিধা করতে পারবেনা। অন্যদিকে ওরা ভালো করেই জানে বাংলাদেশের বোলিং কী? যে কোনো মূল্যেই খুলনা টেস্ট জিততে চাই আমরা।’

মিরপুরের বাউন্সি উইকেটে বাংলাদেশের স্পিনাররা ১৮ উইকেট শিকার করেছেন। সেজন্য খুলনার স্পিন সহায়ক উইকেটে নিজেদের স্পিনারদের এগিয়ে রাখছেন মুশফিক। এ বিষয় টাইগার অধিনায়কের ভাষ্য,‘ জিম্বাবুয়ের ব্যটসম্যানরা আমাদের স্পিনারদের সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখে। তারা এটাও জানে খুলনার উইকেটে বাউন্স হয়না। এখানে স্পিনাররা সুবিধা পাবে। আমাদের স্পিনাররা ওদের চেয়ে অনেক এগিয়ে। বিশেষ করে সাকিব আল হাসান। আর তাইজুল তো আছেই। ঢাকায় ওদের পেসাররা সুবিধা করলেও এখানে ওরা ততোটা ভালো করতে পারবে না। আমাদের পেসাররাও কিন্ত ভালো বল করেছে।’

জিম্বাবুয়ের ব্যাটিং বোলিং নিয়ে বাংলাদেশের অধিনায়ক বলেন,‘ ওরা বাজে দল নয়। আমরাও তা নই। প্লাস পয়েন্ট হলো আমাদের বেশ কয়েকজন ভালো ব্যাটসম্যান দারুণ ফর্মে আছে। তবে আমরা স্বাভাবিক খেলাটাই খেলতে চাই। আশা করছি এ টেস্টে তামিম ও শামসুর অনেক ভালো করবে। আর যারা ফর্মে রয়েছেন তাদের দিকে নজর তো থাকবেই।’ সিরিজের দ্বিতীয় টেস্টে জয় কী রকম চ্যালেঞ্জ হবে? এর জবাবে মুশি বলেন, ‘দ্বিতীয় ম্যাচে জয় পাওয়া অবশ্যই কঠিন হবে। তারপরও জিততে চাই আমরা। অবশ্য ওরাও জিততে চাইবে। তবে আমাদের টিম কম্বিনেশন অনেক ভালো। যদি পাঁচদিন লড়াই করেও জিততে হয় তাই করবো। ওরা কি করতে পারে সেটা বড় কথা নয়, আমরা কি করতে পারি সেটাই বড় কথা।’



মন্তব্য চালু নেই