জিডিপির প্রবৃদ্ধি হবে ৭ শতাংশ

এ বছর মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৭ শতাংশ হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান।

বৃহস্পতিবার রাজধানীর মিরপুরে বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমিতে (বিবিটিএ) আয়োজিত বুনিয়াদি প্রশিক্ষণ কোর্স ২০১৫’র দ্বিতীয় ব্যাচের সমাপনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

আতিউর রহমান বলেন, নানা প্রতিকূলতার মাঝেও খেলাপি ঋণের হার আমরা এক অংকে নামিয়ে আনতে পেরেছি। খেলাপি ঋণের বিপরীতে প্রভিশন কভারেজ ৯৫ শতাংশে উন্নীত হয়েছে। ব্যাংকিং খাতে এখন কোনো তারল্য সংকট নেই। কলমানি রেট মাত্র ৩ থেকে ৪ শতাংশ।

তিনি বলেন, দীর্ঘদিন থেকে আমাদের বিনিময় হার স্থিতিশীল রয়েছে। মূল্যস্ফীতিও কমছে। বিনিয়োগে গতি আসছে। বিনিয়োগ বাড়লে প্রবৃদ্ধিও বাড়বে। আশা করছি এ বছর আমাদের প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত হবে।’

গভর্নর বলেন, ব্যাংকিং খাতে বর্তমানে মূলধন পর্যাপ্ততার হার ১০ দশমিক ৫৩ শতাংশ। যা আন্তর্জাতিক মানদণ্ড ৮ শতাংশের চেয়ে অনেক বেশি।

আতিউর রহমান বলেন, বাংলাদেশ সবদিক থেকে এগিয়ে যাচ্ছে। দেশের অর্থনীতির আকারও বাড়ছে। বাংলাদেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম ও ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে পরিণত করতে যে অর্থনৈতিক উন্নয়ন দরকার সেজন্য ব্যাংকিং খাতকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিবিটিএ’র অধ্যক্ষ কে এম জামশেদুজ্জামান।



মন্তব্য চালু নেই