জিএসপি ফিরে পেতে ১৮৯ জন শ্রম পরিদর্শক নিয়োগ

যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা ফিরে পেতে অবশেষে ৩৩তম বিসিএস থেকে দ্বিতীয় শ্রেণির নন-ক্যাডার পদে ১৮৯ জন শ্রম পরিদর্শক নিয়োগ দিয়েছে সরকারি কর্মকমিশন (পিএসসি)।

বৃহস্পতিবার পিএসসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩তম বিসিএস লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্য থেকে পদ স্বল্পতার কারণে ক্যাডার পদে এবং প্রথম শ্রেণির নন-ক্যাডার পদে সুপারিশকৃত নন এমন প্রার্থীদের শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের শ্রম পরিদর্শক হিসেবে নিয়োগের সুপারিশ করা হলো।

এদের মধ্যে ১২৭ জনকে সাধারণ শ্রম পরিদর্শক, ৩৯ জনকে শ্রম পরিদর্শক (স্বাস্থ্য) এবং ২৩ জনকে শ্রম পরিদর্শক (সেফটি) হিসেবে নিয়োগ দেয়া হয়। প্রার্থীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে।

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক সৈয়দ আহমেদ সাংবাদিকদের জানান, সুপারিশের কাগজ পাওয়ার পর স্বাস্থ্য পরীক্ষা ও পুলিশ ভেরিফিকেশন শেষে ডিসেম্বরের প্রথম সপ্তাহ পর্যন্ত সময় লাগতে পারে।



মন্তব্য চালু নেই