‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ ১২ জানুয়ারি

আগামী ১২ জানুয়ারি ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় দিবস’ পালিত হবে।এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে সকাল সাড়ে নয়টায় বিজনেস স্টাডিজ অনুষদ চত্বর (কদমতলায়) সমাবেশ, সকাল ১০টায় উদ্বোধন ও বর্ণাঢ্য আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।

এ ছাড়া দিনব্যাপী কর্মসূচীর মধ্যে বিশ্ববিদ্যালয়ের ১ম ব্যাচের শিক্ষার্থীদের সংবর্ধনা, আলোচনা, স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাক্তন ও বর্তমান শিক্ষক, শিক্ষার্থী, অফিসার, কর্মচারী ও শুভানুধ্যায়ীগণকে বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে যোগদান করতে অনুরোধ জানিয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের সুবিধার্থে স্বল্পমূল্যে খাবারের ব্যবস্থা থাকবে। ঢাকা-ক্যাম্পাস যাতায়াতের জন্য বাসের ব্যবস্থা করা হবে বলে জানানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে।



মন্তব্য চালু নেই