জাসাসের বর্ষবরণ অনুষ্ঠান শুরু

জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংস্থা (জাসাস) আয়োজিত নববর্ষের অনুষ্ঠান শুরু হয়েছে। গণসঙ্গীতের মধ্য দিয়ে বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কর্যালয়ের সামনে মঙ্গলবার বিকেল থেকে এটি শুরু হয়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অনুষ্ঠানে যোগ দিয়ে পয়লা বৈশাখের শুভেচ্ছা বিনিময় করবেন। মঙ্গলবার বিকেল ৪টায় তার দলীয় কার্যালয়ের সামনে আসার কথা।

বর্ষবরণ অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর অধ্যাপক এমাজউদ্দীন আহমদ, প্রভিসি আ ফ ম ইউসুফ হায়দার, ডিইউজের (একাংশ) সভাপতি আব্দুল হাই সিকদারসহ কয়েক হাজার নেতাকর্মী উপস্থিত হয়েছেন।

এর আগে, দলীয় চেয়ারপারসনের আগমন উপলক্ষে নয়াপল্টনে চেয়ারপারসনের কক্ষ ধোয়ামোছা ও পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়। মঙ্গলবার সকাল থেকেই কার্যালয়ের সামনে উত্তরমুখী করে একটি মঞ্চ নির্মাণ করা হয়।

অনুষ্ঠানের যাবতীয় কাজ ইতোমধ্যে শেষ করা হয়েছে বলে জানান বিএনপির সাংস্কৃতিক অঙ্গ-সংগঠন জাসাস সাধারণ সম্পাদক কণ্ঠশিল্পী মনির খান।

তিনি বলেন, ‘ম্যাডাম বিকেল ৪টায় নয়াপল্টনে এসে পৌঁছাবেন।



মন্তব্য চালু নেই