জামিন বাতিল হওয়ায় দোতলা থেকে লাফ
জামিন না পাওয়ায় ঢাকা মহানগর দায়েরা জজ আদালতের দোতলা থেকে লাফ দিয়ে আহত হয়েছেন নাহিদ (৩৫) নামে হত্যা মামলার এক আসামি।
ঢাকার বিশেষ জজ-৫ এর আদালতে সোমবার তার মামলার সাক্ষ্যগ্রহণের দিন ধার্য ছিল। এ দিন বিচারক শহীদুল হক ঝিনুক তার (নাহিদ) জামিন বাতিল করেন। আদেশ শোনার পরই তিনি পাঁচতলা থেকে দৌড়ে গিয়ে দোতলা থেকে লাফ দেন।
এ সময় তিনি সেকান্দার নামে এক ব্যক্তির গায়ের উপর পড়েন। এ ঘটনায় সেকান্দার মাথায় এবং নাহিদ ঠোঁটে আঘাত পান।
ঢাকা মাহানগর দায়েরা জজ আদালতের হাজতখানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মোফ্ফাকুরুল আলম বলেন, ‘আমরা নিচে দাঁড়িয়ে ছিলাম। দুপুর ১২টা ২০ মিনিটের দিকে হঠাৎ নাহিদ দোতলা থেকে লাফ দিয়ে নিচে পড়েন। তিনি কেন এমন কাজ করলেন তা বলা যাচ্ছে না। বিষয়টি আমি দেখছি।’
মন্তব্য চালু নেই