জামিন পেলেন অগ্রণী ব্যাংকের এমডি

দুদকের দায়ের করা মামলায় অগ্রণী ব্যাংকের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান খানের জামিন মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা তার জামিন মঞ্জুর করেন।

উল্লেখ্য, গত ৩০ জুন অগ্রণী ব্যাংকের এমডি সৈয়দ আবদুল হামিদকে অপসারণ করে বাংলাদেশ ব্যাংক। ওই দিনই ডিএমডি মিজানুর রহমান খানকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দেয়া হয়। তবে একই দিন জালিয়াতি মামলায় মিজানুর রহমানকে গ্রেফতার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।



মন্তব্য চালু নেই