জামায়াত-বিএনপির নেতৃত্বে সাম্প্রদায়িক হামলা

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘আমরা যখন দেশে অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠিত করছি, তখনই জামায়াত-বিএনপির নেতৃত্বে কিছু কুচক্রী মহল ধর্মীয় উন্মাদনা সৃষ্টির জন্য সাম্প্রদায়িক হামলা করছে।

শুক্রবার দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় খাজা নিজাম উদ্দিন মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গতকাল বৃহস্পতিবার জামালপুর ও কিশোরগঞ্জে পাঁচ থেকে সাতটি মূর্তি ভেঙে ফেলা হয়েছে। এটা এই উন্মাদনারই অংশ।’

সুরঞ্জিত বলেন, ‘এতদিন দেশি-বিদেশি জঙ্গিরা শেখ হাসিনা সরকারকে উৎখাতের চেষ্টা করছিল। এখন তাদের সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে আইএসআই।

তিনি আরো বলেন, ‘গতকাল বিদেশে যাওয়ার প্রস্তুতি নেয়ার সময় চারজন জঙ্গীকে আটক করা হয়েছে। এতদিন জামায়াত-শিবির মিলে সরকার উৎখাতের চেষ্টা করছিল। এখন তাদের সঙ্গে আইএস যোগ দিয়েছে, যা দেশীয় ও আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থার মাধ্যমে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। তাই যারা নির্বাচন ও গণতন্ত্রে বিশ্বাস করে তাদের এখনই মাঠে নামতে হবে। নির্বাচিত সরকারকে উৎখাত করার ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে এখনই প্রতিরোধ গড়ে তোলার সময়।’

খালেদা জিয়ার ব্রাহ্মণবাড়িয়ার বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, ‘ব্রাহ্মণবাড়িয়ায় কি আছে সেটা আমিও জানি। আপনারাও জানেন। সেখানে তিনি বলেছেন, এখনই নয়, ঈদের পর আন্দোলন করতে হবে। তার জন্য প্রস্তুত থাকুন। আমার প্রশ্ন হল-সেটা কোন ঈদ?’

জাতিসংঘের অধিবেশনে শেখ হাসিনার বক্তব্যের বিষয়ে তিনি বলেন, ‘শেখ হাসিনা গতকাল বলেছেন আর অস্ত্র তৈরি নয়। এই টাকা দিয়ে মানুষ গড়ার জন্য শিক্ষার উপকরণ কেনায় ব্যয় করুন। এই বক্তব্য যেন বঙ্গবন্ধুর প্রতিধ্বনি মনে হচ্ছে।’

সংগঠনের উপদেষ্টা হাজী মো. সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামছুল হক টুকু, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী, সংগঠনের মহাসচিব হুমায়ুন কবির মিজি প্রমুখ।



মন্তব্য চালু নেই