জামায়াতের ৩২ নেতাকর্মী আটক

সাতক্ষীরা জেলায় পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় ৩২ জন জামায়াত নেতাকর্মী আটক করেছে পুলিশ।
সাতক্ষীরা সদর উপজেলার ৬ জন, শ্যামনগর উপজেলার ৯ জন, কালিগঞ্জের ৬ জন, তালার ৩, কলারোয়া ৩, দেবহাটার ২ জন ও পাটকেলঘাটার ২ জন।
সদরে আটককৃত জামায়াত কর্মীরা হলেন-খান গ্রামের মৃত এলাহী বক্সের ছেলে মাসুম বিল্লাহ, উমরাপড়া গ্রামের একব্বর আলীর ছেলে মুনসুর আলী, পদ্মশাখরা গ্রামের ওহেদ বক্সের ছেলে অসিউর রহমান, রওয়ারিয়া গ্রামের আক্তারুল ইসলামের ছেলে সামিউল্লাহ, গড়ের ডাংগা গ্রামের মৃত জামাত আলীর ছেলে রবিউল ইসলাম ও পারকুখরালী গ্রামের যুথেকারিগরের ছেলে আব্দুল বারি।
দেবহাটা উপজেলার নাংলা গ্রামের আব্দুল হামিদ, নওয়াপাড়ার ইউপি মেম্বর বাবলুর রহমান, কালিগঞ্জের খান আবুল হাসান, রহিমপুর গ্রামের জিয়াদ আলীর ছেলে আকবার আলী, রঘুনাথপুর গ্রামের মৃত সানাউল্লাহের ছেলে আ. রশিদ বিশ্বাস, ভাদ্রখালি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবুল হোসেন ও মোজাম্মেল হোসেনের ছেলে আরিফুল ইসলাম।
শ্যামনগর উপজেলার চকবারা গ্রামের হাজের উদ্দিনের ছেলে মোল্লা শহীদুল ইসলাম, ডুমুরিয়া এলাকার শহর আলীর ছেলে সিরাজুল ইসলাম, বুড়িগোয়ালীনি জামায়াতের সেক্রেটারি আবু বকর গাজী, কদমতলা গ্রামের সাইফুল ইসলাসহ ৫।
কলারোয়া উপজেলার আটককৃতরা হলেন- উপজেলার দক্ষিণ সোনাবাড়ীয়া গ্রামের মোতালেব মোল্লার ছেলে সিরাজুল ইসলাম (৪৫) ও মানিকনগর গ্রামের মানিক সরদারের ছেলে ইসমাইল সরদার (৫০)। এছাড়া পাটকেলঘাটার নগরঘাটার জামায়াত নেতা মাও. মেহেদী হাসানসহ ২ জন জামায়াতকর্মী আটক হয়েছেন।
সাতক্ষীরা অতিরিক্ত পুলিশ সুপার মোদাচ্ছের আলী জানান, গত ২৪ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এসব জামায়াত কর্মীদের আটক করা হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে মামলা রয়েছে।



মন্তব্য চালু নেই