জামায়াতকে কামারুজ্জামানের শেষ চিঠি

একাত্তরে মানবতা বিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াতে সিনিয়র সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামান সুবিধাজনক অবস্থানে থেকে বাংলাদেশে রাজনীতি করার কর্মকৌশল উল্লেখ করে দলের নেতাদের উদ্দেশে একটি চিঠি লিখেছিলেন। ৩৬ পৃষ্ঠার ওই চিঠি তিনি জেলখানায় বসেই লেখেন।

এতে তিনি পরিবর্তিত পরিস্থিতিতে জামায়াতের ইসলামীর আন্দোলনকে এগিয়ে নিতে তিনটি বিকল্প দেখিয়েছেন। এর মধ্যে মানবতা বিরোধী অপরাধে চিহ্নিত নেতাদের সরিয়ে নতুনদের হাতে দায়িত্ব তুলে দেয়া, দল যুদ্ধাপরাধী সংগঠন হিসেবে চিহ্নিত হওয়ায় নতুন নামে রাজনৈতিক কর্মকাণ্ড শুরু করাসহ বেশ কিছু পরামর্শ দিয়েছেন।

কামারুজ্জামানের হাতে লেখা চিঠিটি কোনোভাবে জেলখানা থেকে বাইরে এসেছে। গত ১১ এপ্রিল তার ফাঁসি কার্যকর হওয়ার আগে এই চিঠি নিয়ে বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনা হয়। তবে জামায়াতের পক্ষ থেকে এ ধরনের কোনো চিঠি পাওয়ার কথা স্বীকার করা হয়নি। আর এমন প্রস্তাব জামায়াত বিবেচনা করবে কি না সে ব্যাপারে জানতে চাইলেও তারা নেতিবাচক জবাব দিয়েছেন।

আওয়ার নিউজ বিডি’র পাঠকদের জন্য চিঠিটি পিডিএফ ফরমেটে নিম্নে দেয়া হলো :

কামারুজ্জামানের সেই চিঠিটি পড়তে এখানে ক্লিক করুন :



মন্তব্য চালু নেই