জাবি ছাত্রদলের ২ নেতার দু’দিনের রিমান্ডে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ২ নেতাকে দু’দিনের রিমান্ডে নিয়েছে আশুলিয়া থানা পুলিশ।
আসামীরা হলেন রাব্বী হাসান (বাংলা-৩৯ ব্যাচ/মাস্টার্স) ও মেহেদী (ইতিহাস-৪০ ব্যাচ/৪র্থ বর্ষ)। তারা উভয়েই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের যুগ্ম-আহ্বায়ক।
আজ মঙ্গলবার ঢাকার চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পুলিশ তাদের হাজির করে ৫ দিনের রিমান্ড আবেদন করেন। পরে আদালত তাদের দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাদের উভয়কে গাড়ি পোড়ানো, অগ্নি সংযোগ ও ভাঙচুরের একাধিক মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। এদের মধ্যে রাব্বী হাসান গাড়ি পোড়ানো মামলার ওয়ারেন্টভুক্ত আসামী।
আশুলিয়া থানা পুলিশের অফিসার ইনচার্জ মোস্তফা কামাল রিমান্ডের বিষয়গুলো নিশ্চিত করে বলেন,সোমবার সন্ধ্যায় নাশকতা করার প্রস্তুতিকালে বিশ্ববিদ্যালয়ের বিশমাইল থেকে তাদের হাতে নাতে আটক করা হয়।
মন্তব্য চালু নেই