জাবির সাথে দুটি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের(জাবি) সঙ্গে দুটি প্রতিষ্ঠানের সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়েছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম উপস্থিত ছিলেন।

এনআরজি কমপোসিট ইয়ার্ণ ডায়িং (NRG Composite Yarn Dyeing) এবং এপলোম্ব টেক বিডি’র (Aplomb Tech BD) সঙ্গে এ চুক্তি দুটি স্বাক্ষরিত হয়। বিশ্ববিদ্যালয়ের পক্ষে এ চুক্তি দুটিতে স্বাক্ষর করেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আবুল খায়ের এবং এনআরজি’র পক্ষে নির্বাহী পরিচালক মো. শামসুদ্দিন ও এপলোম্ব টেক বিডি’র পক্ষে সিইও মো. সায়েফুল্লাহ।

এনআরজির সঙ্গে চুক্তির আওতায় বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও গবেষকগণ তাদের প্রতিষ্ঠানে গবেষণার সুযোগ পাবেন। এপলোম্ব  টেক বিডি’র সঙ্গে চুক্তির আওতায় এ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীগণ ব্যবহারিক শিক্ষা ও গবেষণার সুযোগ পাবেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই