জাবির ভর্তি শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর, প্রত্যাখান প্রগতিশীল জোটের

শাহাদাত হোসাইন স্বাধীন,জাবি প্রতিনিধিঃ জাহাঙ্গীরনগর বিশবিদ্যালয়ের (জাবি) প্রথম বর্ষের ভতি কাযক্রর্ম শুরু হচ্ছে ১৮ ডিসেম্বর,যা চলবে ২২ ডিসেম্বর পর্যন্ত। রবিবার (১১ ডিসেম্বর) বিকেল ৪ টায় বিশবিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্ম্দ আলী এই তথ্য নিশ্চিত করেন।

উল্লেখ্য গত ৮ ডিসেম্বর বিশ^বিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তির দিন নির্ধারিত ছিল। ভর্তিতে বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে প্রগতিশীল ছাত্রজোটের ব্যাংক অবরোধের মুখে ভর্তি কার্যক্রম স্থগিত করে বিশবিদ্যালয় প্রশাসন।

তাই আজ করণীয় ঠিক করতে সব বিভাগীয় সভাপতি ও অনুষদের সভাপতিদের নিয়ে সকাল ১০ টায় মিটিংয়ে বসেন বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. ফারজানা ইসলাম। মিটিংয়ে উপস্থিত বিভাগীয় সভাপতিবৃন্দ নির্দিষ্ট বিভাগ উন্নয়ন ফি বহাল পক্ষে মত দিয়েছেন।

এদিকে ভর্তি কার্যক্রম শুরুর ঘোষণা নিয়ে ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সভাপতি দীপাঞ্জন সিদ্ধান্ত কাজল বলেন,“অনৈতিক অবৈধ বিভাগ উন্নয়ণ ফি প্রত্যাহার না করে ভর্তি কার্যক্রম ঘোষণাকে আমরা প্রত্যাখান করছি। শীঘ্রই আমরা এ ঘোষণার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করব।
এ ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করা হলে বিশ^বিদ্যালয়ের ডেপুটি রেজিস্টার (শিক্ষা) মোহাম্মদ আলী বলেন,“আমরা ব্যাংকের পরিবর্তে বিভাগে বা অনলাইনে টাকা জমা নেয়ার ব্যবস্থা করেছি। শিক্ষার্থীরা সংশ্লিষ্ট বিভাগে ফি জমা দিয়ে ভর্তি হতে পারবে।

আজও উত্তাল জাবি ক্যাম্পাসঃ বিভাগীয় উন্নয়ন ফি বাতিলের দাবিতে আজও মিছিলে-শ্লোগানে উত্তাল ছিলো জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় ক্যাম্পাস। উন্নয়ন ফি প্রত্যাহারের দাবিতে মিছিল করেছে প্রগতিশীল ছাত্রজোট।সকাল সাড়ে ১০ টায় মিছিলটি সমাজবিজ্ঞান অনুষদ থেকে শুরু হয়ে রেজিস্টার ভবনে গিয়ে শেষ হয়। মিছিল পরবর্তী সমাবেশে জোট নেতারা বিভাগ উন্নয়ন ফি বাতিলের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।



মন্তব্য চালু নেই