জাবিতে তনু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

শাহাদত হোসাইন স্বাধীন, জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মাদক বিরোধী জোটের উদ্যোগে তনু হত্যার বিচার দাবিতে এক মানববন্ধন ও র্যালী সমাবেশ অনুষ্ঠিত হয়। ২৭ মার্চ রবিবার বিকেল ৪ টায় জাহাঙ্গীরনগরের শহীদ মিনারে মানববন্ধন টি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্হিত ছিলেন মাদক বিরোধী জোট কেন্দ্রীয় জোটের সাধারণ সম্পাদক জাহিদ সুলতান লিখন। মাদকবিরোধী জোট জাবি শাখার সভাপতি সনজিৎ সরকার উজ্জ্বল, সাধারণ সম্পাদক আসিফ রিবর্ন,সহ সভাপতি সামিন ইয়াছির শাফিন,যুগ্ম সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন সহ প্রমুখ।

মানববন্ধনে জোটের নেতাদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণ ছিলো লক্ষণীয়। মানববন্ধনে justice for tonu,তনুর জন্য জেগে উঠো বাংলাদেশ,তনুর আমার বোন নানা শ্লোগানের প্লাকার্ড নিয়ে দাড়াঁন অংশগ্রহণকারীরা।মাদক বিরোধী জোটের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক লিখন বলেন,যে দেশের প্রধানমন্ত্রী,বিরোধী দলীয় নেত্রী,সংসদের স্পিকার নারী সে দেশে তনুদের বিচারের জন্য কেন রাস্তায় নামতে হবে।

জোটের সহ সভাপতি সামিন ইয়াছির শাফিন বলেন মাথায় প্লাকার্ড বেধেঁ,স্বাধীনতার কনসার্টে গিয়ে অনেক স্বাধীনতা দিবস পালন করেছি।এবার সত্যিকারের স্বাধীনতা চাই।

এবার স্বাধীনতা দিবসের একটাই শপথ তনুদের স্বাধীনভাবে চলাফেরা নিশ্চিত করতে হবে। তনুদের স্বাধীনতায় আমাদের স্বাধীনতা। তনু হত্যা বিচার বিলম্বে সাধারণ শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করেন।

একই দাবীতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট সন্ধ্যায় শহীদ মিনার চত্বরে মোমবাতি প্রজ্জ্বলন করে



মন্তব্য চালু নেই