জাপানের সঙ্গে বিনিয়োগ বোর্ডের সমঝোতা চুক্তি

অর্থনৈতিক ও বাণিজ্যিক ক্ষেত্রে বিনিয়োগ বাড়াতে জাপানের ব্যাংকের সঙ্গে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে।
বুধবার বিকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে বাংলাদেশ বিনিয়োগ বোর্ড (বিওআই) এবং জাপানের দ্য ব্যাংক অব টোকিও মিতসুবিসি লিমিটেডের (বিটিএমইউ) মধ্যে এ সমঝোতা চুক্তি সাক্ষরিত হয়।
এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ‘জাপানের প্রধানমন্ত্রী শিনজু আবে বাংলাদেশ সফরের পর এই চুক্তিতে স্বাক্ষর হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এ চুক্তি সম্পাদনের মাধ্যমে দুই দেশের মধ্যে সরাসরি বিনিয়োগের দ্বার উন্মোচিত হবে।’
শিল্পমন্ত্রী বলেন, ‘জাপান সবসময় বাংলাদেশের সামাজিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে অবদান রাখছে। এই চুক্তির মাধ্যমে জাপানের বিনিয়োগকারীরা এ দেশকে বিনিয়োগের মাধ্যমে আরো এগিয়ে নিয়ে যাবে। বাংলাদেশের বিভিন্ন কারখানাসহ অবকাঠামো, যোগাযোগ, আইসিটি, কৃষি, পোশাকখাত, বিদ্যুৎ ও জ্বালানি, স্বাস্থ্য এবং শিক্ষাখাতে জাপান ব্যাপক অবদান রাখছে। ভবিষ্যতেও জাপানের অবদান অব্যাহত থাকবে।’
বাংলাদেশ বিনিয়োগের জন্য আদর্শ দেশ উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘আমরা আরো বেশি পরিমাণে হাইটেক সবুজ কারখানা সম্পর্কে জ্ঞান লাভ করতে চাই। তাই দেশি-বিদেশি বিনিয়োগকারীদের এদেশে বিনিয়োগ করতে বেশি পরিমাণ উৎসাহ যোগাতে কাজ করে যাচ্ছি।’
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘বাংলাদেশে পৃথিবীর সবচেয়ে কম খরচে উৎপাদন হয়। জাপান বাংলাদেশে আসে দীর্ঘমেয়াদী বিনিয়োগ করতে। তারা বাংলাদেশের কালচারের সঙ্গে মিশে তারপর দেখে-বুঝে বিনিয়োগ করে। বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’
বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান ড. এস এ সামাদের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- দ্য ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সভাপতি কাজী আকরাম উদ্দীন আহমেদ, বিনিয়োগ বোর্ডের কার্যকরি সদস্য নাবাস চন্দ্র মণ্ডল, বিটিএমইউ’র কর্মকর্তারা।



মন্তব্য চালু নেই