জাপানিকে হত্যায় ৩ জনকে আসামি করে মামলা

রংপুর মহানগরীর পাশে কাউনিয়ায় দুর্বৃত্তদের গুলিতে জাপানি নাগরিক হোসি কোনিও হত্যার ঘটনায় মামলা হয়েছে।

শনিবার সন্ধ্যায় কাউনিয়া থানার ওসি রেজাউল করিম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। ৩০২ ধারায় করা এই মামলায় অজ্ঞাতনামা ৩ ব্যক্তিকে আসামি করা হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর পাশে কাউনিয়ার কাচু আলুটারীতে নিজ কৃষি ফার্মে যাওয়ার পথে একজন মোটরসাইকেল আরোহী ও ২ জন পথচারী রিকশার পথরোধ করে তাকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে পালিয়ে যায়।

ইতালি নাগরিক সিজারে তাভাল্লের হত্যার ৭দিসেনর মাথায় কোনিওকে হত্যা করা হলো।

এ ঘটনায় পুলিশ গতকালই ৪ ব্যক্তিকে আটক করে। তবে দিন শেষে ৩ জনকে আটক দেখা হয়। বাকি একজনে ছেড়ে ধেয়া হয়েছে। তবে আটক ও ছেড়ে দেয়া ব্যক্তিদের নাম পরিচয় বলা হয়নি।

মামলার তদন্ত কর্মকর্তা ওসি মামুনুর রশীদ তদন্তের স্বার্থে কারো নাম প্রকাশ করা হচ্ছে না।



মন্তব্য চালু নেই