জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

গৌরবময় বিজয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার সকালে সূর্যোদয়ের প্রাক্কালে তারা এ শ্রদ্ধা জানান।

ভোর ৬টা ২২ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ৬টা ৩০ মিনিটে রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্মৃতিসৌধের ভেতরে প্রবেশ করেন। ৬টা ৩৪ মিনিটে  স্মৃতিসৌধের বেদিতে  ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি। এর পরপরই প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদন করেন। এসময় বিউগলে বেজে উঠে করুণ সুর। তিনবাহিনীর একটি সুসজ্জিত দল তাদের গার্ড অব অনার প্রদান করে।

শ্রদ্ধা নিবেদন শেষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করেন।

৬টা ৪২ মিনিটে রাষ্ট্রপতি ও ৬টা ৪৫ মিনিটে প্রধানমন্ত্রী স্মৃতিসৌধ এলাকা ত্যাগ করেন।

তাদের শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের জন্য জাতীয় স্মৃতিসৌধ উন্মুক্ত করে দেয়া হয়।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্মৃতিসৌধ এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। মঙ্গলবার ভোর রাত থেকেই স্মৃতিসৌধ এলাকাসহ ঢাকা-আরিচা মহাসড়ক নিরাপত্তার চাদরে ডেকে দেয়া হয়।

এদিকে সকাল আটটায় বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি নেতাদের শ্রদ্ধা নিবেদনের কথা রয়েছে।



মন্তব্য চালু নেই