জাতীয় স্মৃতিসৌধে নিরাপত্তা জোরদার
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমন উপলক্ষে নিরাপত্তার বলয় গড়ে তোলা হয়েছে জাতীয় স্মৃতিসৌধ এলাকা।
শনিবার সকাল থেকে পুরো এলাকাজুড়ে চলছে সেনা, পুলিশ ও র্যাবের টহল। বসানো হয়েছে সিসি ক্যামেরা।
ঢাকা-আরিচা মহাসড়কেও যান চলাচল শিথিল করা হয়েছে।মহাসড়কের বিভিন্ন পয়েন্টে ইউটার্ন বন্ধ করে দেওয়ার পাশাপাশি রিকসা ও ভ্যান সরিয়ে নেওয়া হয়েছে।
আমিনবাজার থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত মহাসড়কের দুপাশে পাহারা দিচ্ছেন কয়েকশ পুলিশ সদস্য। টহল দিচ্ছেন ঊর্ধতন কর্মকর্তারাও।
ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আজিম জানান, ভারতের প্রধানমন্ত্রীর শতভাগ নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত পুলিশ। সাভার জাতীয় স্মৃতিসৌধ ও আশপাশের এলাকাতেই মোতায়েন করা হয়েছে ১৫০০ পুলিশ সদস্য। তার সফর নির্বিঘ্ন করতে যে কোনো ধরনের পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
বেলা সাড়ে ১১টার দিকে নরেন্দ্র মোদি জাতীয় স্মৃতিসৌধে যাবেন বলে তিনি জানান।
মন্তব্য চালু নেই