জাতীয় স্মৃতিসৌধের সামনে সড়ক দূর্ঘটনায় এক ইউপি সদস্য নিহত
টিপু সুলতান(রবিন), সাভার থেকে: সাভারের জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মিনিবাস চাপায় নিহত হয়েছে ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের চার নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান। এঘটনায় দূর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও বাসটি উদ্ধার করে নিয়ে গেছে হইওয়ে থানা পুলিশ।
শুক্রবার বেলা সাড়ে এগারটার দিকে সাভারের জাতীয় স্মুতিসৌধ এলাকার র্যা ব ক্যাম্পের সামনে দূর্ঘটনাটি ঘটে।
হাইওয়ে থানা পুলিশ জানায় আব্দুল্লাহপুর যাওয়ার ঢাকা মেট্র জ ১১৩২৫৫নং পথে খেয়া পরিবহনের একটি মিনিবাস জাতীয় স্মৃতিসৌধ এলাকায় মহাসড়কে ঘোরানোর সময় ধামরাইগামী এক মোটর সাইকেল চালককে চাপা দেয়।
এসময় মোটর সাইকেল চালক ধামরাইয়ের বাইশাকান্দা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য আব্দুর রহমান ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পরপরই খবরপেয়ে হাইওয়ে থানা পুলিশ বাস ও মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে থানায় নিয়ে যায়।
নিহত আব্দুর রহমান ধামরাইয়ের বিলবাউটিয়া গ্রামের প্রাক্তন চেয়ারম্যান মৃত ইউনুস আলীর ছেলে।
এঘটনায় সাভার হাইওয়ে থানার সেকেন্ড অফিসার সাইফুল ইসলাম জানান,বেলা সাড়ে এগারটার সময় দূর্ঘটনার পরপরই স্থানীয় লোক জনের সহযোগীতায় ঘাতক বাসটিকে আটক করা গেলেও পালিয়ে যায় চালক।
দূর্ঘটনায় কবলিত মোটর সাইকেল ওঘাতক থানা হেফাজতে নেয়া হয়েছে, এঘটনায় হাইওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
মন্তব্য চালু নেই