জাতীয় সংলাপের দাবিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে চিঠি

চলমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সংলাপের উদ্যোগ গ্রহণের জন্য চিঠি দিয়েছেন নাগরিক সমাজ।

রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কার্যালয়ে সোমবার সন্ধ্যায় চিঠি দুটি পৌঁছে দেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার নেতা সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা।

চিঠির বিষয়ে নাগরিক ঐক্য প্রক্রিয়ার অন্যতম সংগঠক সুলতান মোহাম্মদ মনসুর  বলেন, ‘এ টি এম শামসুল হুদা শনিবার নাগরিক ঐক্য প্রক্রিয়ার গোলটেবিল বৈঠকে দেশের বর্তমান সঙ্কট নিয়ে উদ্যোগ প্রকাশ করেছিলেন। তিনি বর্তমান সঙ্কট নিরসনে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মধ্যে সংলাপের প্রয়োজনীয়তার কথা বলেন। এর অংশ হিসেবে আজকে তিনি চলমান সঙ্কট নিরসনে সবাইকে চিঠি দিয়েছেন।’



মন্তব্য চালু নেই