মোদির সঙ্গে কথা বলবেন কাদের সিদ্দিকী

বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলবেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী।

আর কাদের সিদ্দিকীর দাবি নিয়ে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কার্যালয়ে যাবেন তার স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকী।
কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী সোমবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন। ইকবাল সিদ্দিকী জানান, ইতিমধ্যে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ কাদের সিদ্দিকীর রাস্তায় অবস্থানের বিষয়টি অবহিত হয়েছেন।
কাদের সিদ্দিকী মতিঝিলে কৃষক শ্রমিক জনতা লীগের অফিসের সামনের ফুটপাতে ১৩ দিনের মতো অবস্থান করছেন তিনি। জনতার দাবি একটাই- সোনার বাংলায় শান্তি চাই শ্লোগান দিচ্ছেন কর্মীরা, ফাঁকে ফাঁকে চলছে গণসংগীত, সংহতি প্রকাশ করে স্বাক্ষর করছেন হাজারো মানুষ।



মন্তব্য চালু নেই