জাতীয় শোক দিবস উপলক্ষ্যে মদনে আলোচনা ও পুরস্কার বিতরণ
মদন (নেত্রকোণা) সংবাদদাতাঃ জাতীয় শোক দিবস উপলক্ষ্যে রোববার নেত্রকোণার মদনে সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের হল রুমে এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অধ্যক্ষ প্রফেসর শফিকুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আবুল বাশার খান এখলাছ, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হেলাল উদ্দিন তালুকদার, প্রভাষক হারাধন চন্দ্র সাহা, তপন কান্তি রায়, মুহাম্মদ আজিজুল হক, গিয়াস মাহমুদ রুবেল প্রমুখ। আলোচনা শেষে প্রতিযোগিতায় বিজয়ী আট শিক্ষার্থীর মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এসময় কলেজের শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।
মন্তব্য চালু নেই