জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য হলেন ব্যারিস্টার দিলারা
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের রাজনৈতিক উপদেষ্টা থেকে ব্যারিস্টার দিলারা খন্দকারকে দলটির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে।
সোমবার বিকেলে জাপা চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায়ের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এতে বলা হয়, জাতীয় পার্টির গঠনতন্ত্রের ২০/১/ক ধারা অনুসারে ব্যারিস্টার দিলারাকে দলটির প্রেসিডিয়াম সদস্য করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে।
প্রেসিডিয়াম সদস্য হওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে দিলারা খন্দকার বলেন, খুবই ভালো লাগছে, যা বলে প্রকাশ করা যাবে না। এতো দিনে আমি আমার প্রাপ্য সম্মান পেয়েছি।
ভবিষ্যতে দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে কাজ করার ক্ষেত্রে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।
মন্তব্য চালু নেই