জাতীয় নির্বাচন নিরপেক্ষ হবেই : সিইসি
আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠান নিয়ে নিজের দৃঢ় মনোভাবের কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নুরুল হুদা।
তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবেই।
বুধবার সকালে সিইসির নিজ গ্রাম পটুয়াখালীর বাউফলের নওমালাতে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।
এ সময় নুরুল হুদা বলেন, ‘গণতন্ত্রের মূল ভাষাই হচ্ছে সমালোচনাকে সম্মান করা। বাংলাদেশে নির্বাচন কমিশন নিয়েও সমালোচনা হয়। আমারা আমাদের কাজের মাধ্যমে সে সমালোচনার জবাব দিচ্ছি।’
তিনি বলেন, ‘নিরপেক্ষভাবে কাজ করে সকল রাজনৈতিক দলের আস্থা ফিরিয়ে আনা একটা বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ গ্রহণ করেই আমরা কাজ করে যাচ্ছি।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে যাতে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করে, সে লক্ষ্যে নির্বাচন কমিশন কাজ করে যাচ্ছে বলেও জানান সিইসি।
আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ‘এ নির্বাচন কমিশনের ওপর সব রাজনৈতিক দলের আস্থা থাকবে। ইতিমধ্যেই দু-একটি নির্বাচন হয়েছে। সে নির্বাচন আমরা অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবেই করেছি।’
নুরুল হুদা আরও বলেন, ‘বিএনপিসহ তাদের জোটের অন্যান্য দলগুলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে এমনটাই আমরা প্রত্যাশা করি। মোদ্দা কথা, আগামী জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে, হবে, হবেই।’
মন্তব্য চালু নেই