জন্মস্থান সাতক্ষীরায় আগমন
জাতীয় ক্রিকেটার সৌম্য সরকারকে কলারোয়ায় সংবর্ধনা
বিশ্বকাপে বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সেরা খেলোয়ার সাতক্ষীরার কৃতি সন্তান সৌম্য সরকারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা দিয়েছে কলারোয়াবাসী। মঙ্গলবার দুপুরের দিকে কলারোয়া উপজেলা মোড়ে আয়োজিত এক অনাঢ়ম্বর অনুষ্ঠানে সৌম্য সরকারকে একনজর দেখতে জনতার ঢল নামে। উপজেলা ক্রীড়া সংস্থা ও কলারোয়া ক্রিকেট একাডেমী আয়োজিত ওই অনুষ্ঠানে সৌম্য সরকার কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দেশের মানুষের দোয়ায় বাংলাদেশ বিশ্বকাপে ভালো করেছে, ভবিষ্যতে আরো ভালো করবে। অনুষ্ঠানে সৌম্য সরকারের ক্রিকেট গুরু কাম কোচ আলতাফ হোসেন, ইউএনও অনুপ কুমার তালুকদার, ওসি শেখ আবু সালেহ মাসুদ করিম, ক্রীড়া সংগঠক জাহিদুর রহমান খান চৌধুরী, এড. শেখ কামাল রেজা, সাংবাদিক গোলাম রহমান, শেখ রাশেদুল হাসান কামরুল, কেএম আনিছুর রহমান, শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, জুলফিকার আলী, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রউফ, বদরুজ্জামান বিপ্লব, মাসউদ পারভেজ মিলন, মনিরুল আলম টিটু, আব্দুল ওহাব মামুন, নাজমুল হাসনাইন মিলন প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি পরিচালনা করেন ক্রীড়া সংগঠক মাস্টার শেখ শাহাজাহান আলী শাহীন।
এর আগে ঢাকা থেকে বিমানযোগে যশোরে পৌঁছায় সৌম সরকার। সেখান থেকে মাইক্রোযোগে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হয়ে প্রথমে ঝিকরগাছায় সাবেক জাতীয় দলের ক্রিকেটার সৈয়দ রাসেলের অনুরোধে সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। পরে সাতক্ষীরার প্রবেশদ্বার কলারোয়তে প্রথম সংবর্ধনায় অংশ নেন।
ইউএনও অনুপ কুমার তালুকদার সম্বর্ধিত অতিথি সৌম্য সরকারের উদ্দেশ্যে আশাবাদ ব্যক্ত করেন হয়ত তিনিও একদিন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অধিনায়কত্ব করবেন। তিনি সাতক্ষীরাকে গৌরাবান্বিত করেছে। আমরা তাকে নিয়ে গর্বিত।
উল্লেখ্য, সৌম্য সরকার কলারোয়ার মাঠে গণমূখী সংঘ সাতক্ষীরার পক্ষে ৪র্থ বজলুর রহমান স্মৃতি t20 ক্রিকেট টুর্ণামেন্ট-২০১৪ এ খেলেছিলেন।
সৌম্য সরকার কলারোয়ার দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপনের পাশাপাশি তিনি জানান খুব শিঘ্রই তিনি কলারোয়াতে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলবেন এবং সে খেলায় তিনি সকলকে আমন্ত্রণও জানান।
সৌম্য সরকার সম্পর্কে কিছু তথ্য
বাবাঃ কিশোরী মোহন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, বর্তমানে চুয়াডাঙ্গায় কর্মরত।
মোট ভাইঃ ৩ জন
অবস্থানঃ সর্ব কনিষ্ঠ
পড়ালেখাঃ ৭ম শ্রেণি পর্যন্ত সাতক্ষীরা বয়েজ হাইস্কুলে, অষ্টম শ্রেণি থেকে বিকেএসপি-তে, বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনার্স চলছে।
সাতক্ষীরার ক্লাবঃ ক্রিকেটে হাতে খড়ি থেকে বর্তমান পর্যন্ত গণমূখী সংঘ, সাতক্ষীরা।
বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)ঃ ঢাকা গ্লাডিয়েটরস।
ক্রিকেট গুরুঃ মোঃ আলতাফ হোসেন (সাতক্ষীরা)।
মন্তব্য চালু নেই