জাকাত দিতে পুলিশের সহায়তা নেওয়ার আহ্বান

জাকাত দেওয়া বা অন্য যেকোনো অনিয়ন্ত্রিত বড় জনসমাবেশে মানুষের নিরাপত্তায় পুলিশের সহায়তা নেওয়ার জন্য জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক।
পুলিশ সদর দফতর থেকে পাঠানো অতিরিক্ত মহাপরিদর্শক (এআইজি, মিডিয়া) মো. নজরুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার সন্ধ্যায় এ আহ্বান জানানো হয়েছে।
ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে শুক্রবার ভোরে নারী ও শিশুসহ ২৫ জন নিহত হন। ওই ঘটনার পর জনসাধারণের প্রতি পুলিশ প্রশাসন এই আহ্বান জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘অনুষ্ঠানের কমপক্ষে এক দিন আগে সংশ্লিষ্ট জেলার পুলিশ সুপারকে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) জানাতে হবে। এক্ষেত্রে www.police.gov.bd-এ ওয়েবসাইট থেকে যেকোনো জেলার পুলিশ সুপার বা থানার ওসির মোবাইল নম্বর ও ইমেইল ঠিকানা সংগ্রহ করা যেতে পারে।’
এআইজি নজরুল ইসলাম বলেন, ‘পুলিশ আবহমানকাল থেকে রাত-দিন জননিরাপত্তা সেবা দিয়ে আসছে। পুলিশকে তথ্য না দিয়ে কোনো জনসমাবেশ করলে যদি মানুষের নিরাপত্তা ব্যাহত হয় তাহলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।’
তিনি বলেন, ‘মানুষের নিরাপত্তা রক্ষার জন্য প্রত্যেক ব্যক্তিরই দায়িত্ব রয়েছে। আপনার দেওয়া একটি তথ্য মানুষের জীবন বাঁচাতে সহায়ক হতে পারে। আবার নিরাপত্তা সংক্রান্ত একটি তথ্য গোপন করা হলে মানুষের জীবন বিপন্ন হতে পারে। সে জন্য তথ্য দিয়ে পুলিশের নিরাপত্তা সেবাগ্রহণের জন্য সবাইকে অনুরোধ করা হচ্ছে।’
প্রসঙ্গত, ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত হয়ে নারী ও শিশুসহ ২৫ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন বেশ কয়েকজন। পৌর এলাকার নূরানী জর্দা ফ্যাক্টরির মালিকের বাসায় শুক্রবার ভোর ৫টার দিকে ওই দুর্ঘটনা ঘটে।
ওই ঘটনায় আটজনকে আটক করা হয়েছে। জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে দুটি তদন্ত কমিটি গঠিত হয়েছে।

































মন্তব্য চালু নেই