জাকাত ট্র্যাজেডি : ৮ আসামি ৩ দিনের রিমান্ডে

ময়মনসিংহে জাকাতের কাপড় নিতে গিয়ে পদদলিত ২৭ শিশু ও নারীর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলায় গ্রেফতারকৃত ফ্যাক্টরির মালিক মোহাম্মদ শামীমসহ ৮ আসামির প্রত্যেকের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

পুলিশ আজ (রোববার) দুপুরে আসামিদের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিবের আদালতে হাজির করে ৭ দিনের রিমান্ড চাইলে বিচারক ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার থেকে এ ৮ আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। শুনানি শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আহসান হাবিব আসামিদের প্রতেকের বিরুদ্ধে এ রিমান্ডের আদেশ দেন। মামলার আসামিরা হলেন নূরানী জর্দ্দা ফ্যাক্টরির মালিক মোহাম্মদ শামীম, তার পুত্র হেদায়েত, ম্যানেজার ইকবাল, আরমান, আলমগীর, কর্মচারি আসাদুল, আব্দুল হামিদ ও গাড়িচালক পারভেজ।

মামলার তদন্ত কর্মকর্তা মুশফিকুর রহমান জানান, ব্যাপক জিজ্ঞাসাবাদের প্রয়োজনে এই মামলার ৮ আসামীর প্রত্যেকের বিরুদ্ধেরিমান্ড প্রার্থনা করা হয়েছে।

এদিকে মালিকসহ আসামিদের মুক্তি দাবিতে আদালতপাড়ায় বিক্ষোভ মিছিল করেছে নূরানী জর্দ্দা ফ্যাক্টরির শ্রমিকরা।



মন্তব্য চালু নেই