জাকাত আনতে প্রাণহানির ২৭ পরিবারকে রওশনের সহায়তা

ময়মনসিংহে জাকাতের কাপড় আনতে গিয়ে পদদলিত হয়ে নিহত ২৭ জনের পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ এমপি।

রোববার দুপুরে ময়মনসিংহ জেলা সার্কিট হাউস মিলনায়তনে তিনি নিহতদের পরিবারের সদস্যদের হাতে নগদ পাঁচ হাজার টাকা এবং তিন হাজার টাকার চেক তুলে দেন। এছাড়া, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয় থেকে প্রত্যেককে এক বান্ডিল ঢেউটিন সংগ্রহ করার কথাও বলেন তিনি।

এ সময় সংসদ সদস্য ফকরুল ইমাম, সালাউদ্দিন আহমেদ মুক্তি, জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী, অতিরিক্ত পুলিশ সুপার সৈয়দ হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।



মন্তব্য চালু নেই