জসীম ফাউন্ডেশন স্কুলে শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
রাজধানীর খিলক্ষেতের জসীম ফাউন্ডেশন স্কুলে কোমলমতি শিক্ষার্থীদের মাঝে নতুন বছরের বই বিতরণ করা হয়েছে। শুক্রবার বিকালে বিদ্যালয় প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে এ বই বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বছরের বই তুলে দেন খিলক্ষেত থানার বিশিষ্ট সমাজসেবিকা ও ব্যবসায়ী সূচনা আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াল্ড ভেনচার কোম্পানীর প্লাটিনাম সদস্য জনাব মিজানুর রহমান। এছাড়াও স্কুলের শিক্ষিকা মুরশিদা, সাদিয়া, সুমাইয়া, ফাতেমা, কেয়া, তুরফা, লাকিসহ স্থানীয় গণ্যমাণ্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
জসীম ফাউন্ডেশন স্কুল মূলত ছিন্নমূল ও পথশিশুদের নিয়ে গড়ে উঠা একটি ব্যতিক্রমধর্মী শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠাতা এসএম জসীমউদ্দীন ২০০৯ সাল থেকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই মহান উদ্যোগ গ্রহণ করেন। ঢাকার প্রাথমিক পর্যায়ের শিক্ষা সেবা জসীম ফাউন্ডেশন স্কুল থেকে দেয়া হয়।
দোয়া মাহফিলের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু করেন খিলক্ষেতের বিশিষ্ট সমাজসেবীকা আলহাজ্জ্ব শেফালী বেগম। বিঃদ্রঃ বই বুঝে পেতে দেরী হওয়ার কারণে দেরীতে বই বিতরণ করা হয়েছে।
মন্তব্য চালু নেই