তাদের নিউজ প্রচার না করলে কি টেলিভিশন চলবে না?

‘জল্লাদদের প্রচার বন্ধ করেন’ : প্রধানমন্ত্রী

বিএনপি-জামায়াতকে ‘জল্লাদ’ উল্লেখ করে তাদের সংবাদ প্রচার বন্ধ করতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে দগ্ধদের দেখতে গিয়ে উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে তিনি এ কথা বলেন। একই সঙ্গে সংলাপের প্রসঙ্গটিও নাকচ করে দেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা জল্লাদদের নিউজ কাভারেজ দেওয়া বন্ধ করুন, দেখবেন তারা সহিংসতা কমিয়ে দিয়েছে।’

তিনি বলেন, ‘জামায়াত-বিএনপি জঙ্গি দল। আপনারা কেন তাদের নিউজ প্রচার করেন। তাদের নিউজ প্রচার না করলে কি টেলিভিশন চলবে না? আমি বেসকারি টেলিভিশনের অনুমোদন দিয়েছি।’

বিএনপি নেত্রীকে উদ্দেশ করে শেখ হাসিনা বলেন, খালেদা জিয়ার মানসিক বিকৃতি হয়ে গেছে। তিনি মানুষ পুড়িয়ে উল্লাস করছেন।

সুশীল সমাজের কঠোর সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘যারা তত্ত্বাবধায়কের সময় দায়িত্ব পালনে ব্যর্থ হয়ে পদত্যাগ করেছেন, তাদের কথা আমাকে শুনতে হবে? তারা শুধু আমাকে আলোচনায় বসতে বলেন। কিন্তু যারা রাতের আঁধারে মানুষ পুড়িয়ে মারে তাদের চোখে দেখেন না? তারা বিএনপিকে বলুক এ সহিংসতা বন্ধ করতে। আমি তো খালেদা বাসায় গিয়েছিলাম, কিন্তু আমাকে তিনি অপমান করেছেন। আমি কি আবারও যাব!’

শেখ হাসিনা বলেন, আগে খালেদা জিয়াকে পুড়িয়ে মানুষ হত্যা বন্ধ করতে হবে। তার পরে যা করার করব।

বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী আরও বলেন, বিএনপি যা করছে তা রাজনীতি হতে পারে না। তারা দেশে জঙ্গিবাদ চালাচ্ছে।

তিনি বলেন, যারা হুকুম দেয়, অর্থ যোগান দেয়, যাদের কথায় বোমা তৈরি হয়, বোমা মারা হয়; তাদেরও একই শাস্তি পেতে হবে।

গত ৬ বছরের উন্নয়নের কথা তুলে ধরে শেখ হাসিনা বলেন, ৬ বছর ধরে আমরা সুন্দরভাবে দেশ চালাচ্ছি। এ সময়ে দেশের সার্বিক উন্নয়ন হয়েছে।

হরতাল-অবরোধের কথা উল্লেখ করে আওয়ামী লীগ সভানেত্রী বলেন, বিএনপি ছেলে-মেয়েদের পরীক্ষার সময়েও হরতাল দিচ্ছে।

সাংবাদিকদের সঙ্গে কথা বলার আগে বার্ন ইউনিট পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। এ সময় হতাহত ৬৩ জনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন। অগ্নিসংযোগ বা পেট্রোলবোমায় দগ্ধ প্রত্যেককে ১০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র দেন শেখ হাসিনা।



মন্তব্য চালু নেই