জমকালো আয়োজনে সাতক্ষীরায় দৈনিক ভোরের পাতা’র প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন
কেক কাটা, আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাতক্ষীরায় বহুল প্রচারিত জাতীয় দৈনিক ভোরের পাতা পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকী জাকজমকভাবে উদযাপিত হয়েছে। রবিবার সকালে শহরের জজ কোর্টের উত্তর পার্শ্বে দৈনিক ভোরের পাতার জেলা কার্যালয়ে প্রসাশন, রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিকসহ সুধিসমাজের মিলনমেলায় পরিণত হয় ভোরের পাতা পত্রিকার ১১ তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান। প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা পরবর্তী আলোচনা সভা সাতক্ষীরা প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক কালের চিত্র সম্পাদক সাবেক অধ্যক্ষ আবু আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম, জেলা জাপার সভাপতি শেখ আজহার হোসেন, জজ কোর্টের পিপি এ্যাড.ওসমান গনি, দৈনিক প্রথম আলোর ষ্টাফ রিপোর্টার কল্যান ব্যানার্জী, দৈনিক দক্ষিণের মশালের সম্পাদক অধ্যক্ষ আশেক-ই-এলাহী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, বাংলা ভিশন টিভির জেলা প্রতিনিধি আছাদুজ্জামান আছাদ, সংবাদ, ইনডিপেন্ডেন্ট টিভি জেলা প্রতিনিধি ও আওয়ার নিউজ বিডির স্পেশাল রিপোর্টার আবুল কাশেম, জজ কোর্টের অতিরিক্ত পিপি এ্যাড.আজহারুল ইসলাম, পৌর সভার প্যানেল মেয়র শেখ শফিক উদ দৌলা সাগর, সেলিম রেজা মুকুল, দৈনিক ভোরের পাতার জেলা প্রতিনিধি এস এম মহিদার রহমান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান বলেন, সাতক্ষীরা তথা দেশের উন্নয়নে দৈনিক ভোরের পাতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সাতক্ষীরার সাংবাদিকদের বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের সুনাম রয়েছে। সাংবাদিকরাই পারেন সাতক্ষীরার জনমানুষের বিভিন্ন দাবী জাতীয় পর্যায়ে তুলে ধরতে। ভোরের পাতা পত্রিকার নিয়মিত পাঠক জেলা প্রশাসক পত্রিকাটির শতায়ু কামনা করেন। বিশেষ অতিথি জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক নজরুল ইসলাম বলেন,সংবাদপত্র সমাজের দর্পন। দেশ বিদেশের বিভিন্ন খবরাখবর আমরা মুহুর্তের মধ্যে গনমাধ্যমগুলি থেকে পেয়ে থাকি। তিনি বলেন,যেহেতু দৈনিক ভোরের পাতা পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক সাতক্ষীরারই একজন কৃতি সন্তানের,তাই এই পত্রিকাটির কাছে সাতক্ষীরাবাসীর চাওয়া-পাওয়ার আবেদন বেশী থাকবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি সেলিম রেজা মুকুল, দৈনিক কাফেলার চিফ রিপোর্টার এম ঈদুজ্জামান ইদ্রিস, জাতীয় সাংবাদিক সংস্থার সহসভাপতি রবিউল ইসলাম মুকুল, সাংবাদিক আব্দুল আলিম, এস এম মশিউর রহমান ফিরোজ, দ্য ডেইলি পিপলস টাইমস এর জেলা প্রতিনিধি খন্দকার আনিসুর রহমান আনিস প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থার সাংগঠনিক সম্পাদক আবিদুল হক মুন্না।
মন্তব্য চালু নেই