জবি শিক্ষক সমিতির নির্বাচনে সভাপতি আলী নূর, সম্পাদক আবুল হোসেন
জবি আবৃত্তি সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনার মঞ্চায়ন অনুষ্ঠিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের মুক্তিযুদ্ধভিত্তিক প্রযোজনা ‘আর কত রক্তের দরকার হবে’ এর প্রথম মঞ্চায়ন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলাবার সকাল ৯টায় জবি ভাষ্কর্য চত্ত্বরে এ মঞ্চায়ন অনুষ্ঠিত হয়।
জবি আবৃত্তি সংসদের সভাপতি আরিফুর রহমান লিখনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ট্রেজারার অধ্যাপক মোঃ সেলিম ভূইয়া। এছাড়া অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জবি আবৃত্তি সংসদের উপদেষ্টা মোঃ মহিউদ্দিন, প্রতিষ্ঠাতা সভাপতি মোসলেহ উদ্দিন তরুন, প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক ও জবি ছাত্রলীগ সভাপতি এফ এম শরিফুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানটি প্রযোজনা, গ্রন্থনা ও নির্দেশনা দিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় আবৃত্তি সংসদের উপদেষ্টা লাবণ্য শিল্পী।
জবি শিক্ষক সমিতির নির্বাচন-২০১৫:সভাপতি আলী নূর, সাধারন সম্পাদক আবুল হোসেন নির্বাচিত
জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. মোহা: আলী নূর এবং সাধারন সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সমাজকর্ম বিভাগের অধ্যাপক ড. মো: আবুল হোসেন। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জবি কেন্দ্রীয় মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশন ড. লীমা হক।
প্রধান নির্বাচন কমিশন জানান, নবনির্বাচিত সভাপতি ড. মোহা: আলী নূর পেয়েছেন ২২১ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি ড. মো: জাকারিয়া মিয়া পেেেছন ২০১ভোট। সাধারন সম্পাদক ড. মো: আবুল হোসেন পেয়েছেন ২১৮ ভোট এবং তার প্রতিদ্বন্দ্বি জুনায়েদ আহমদ হালিম পেয়েছেন ২০৩ ভোট। এছাড়া সহ-সভাপতি পদে ২১৩ ভোট পেয়ে ভূগোল ও পরিবেশ বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ মনিরুজ্জামান, কোষাধ্যক্ষ পদে ২১২ ভোট পেয়ে রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ আমিনুল হক এবং যুগ্ম সাধারণ সম্পাদক পদে ২১২ ভোট পেয়ে ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মোঃ আব্দুর রউফ নির্বাচিত হয়েছেন।
সদস্য পদে ২৩২ ভোট পেয়ে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক মোঃ আমিনুল ইসলাম, ২৩১ ভোট পেয়ে মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন, ২২৫ ভোট পেয়ে দর্শন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ হাফিজুল ইসলাম, ২২২ ভোট পেয়ে নৃ-বিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুব ও আইন বিভাগের প্রভাষক এ বি এম আশরাফুজ্জামান, ২১৯ ভোট পেয়ে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস্ বিভাগের প্রভাষক তাসলিমা আক্তার, ২১৭ ভোট পেয়ে প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক অনির্বাণ সরকার, ২১৫ ভোট পেয়ে পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. নূরে আলম আবদুল্লাহ, ২১৩ ভোট পেয়ে উদ্ভিদবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক বিভাস কুমার সরকার এবং ২১১ ভোট পেয়ে মার্কেটিং বিভাগের অধ্যাপক মোঃ জাকির হোসেন নির্বাচিত হয়েছেন।
মন্তব্য চালু নেই