জবির ‘দ্বিতীয় ক্যাম্পাসের শুভ সূচনা’ ১২ জানুয়ারি

ঢাকার কেরাণীগঞ্জ থানার দক্ষিণ কেরাণীগঞ্জস্থ বাঘৈর গ্রামে নব নির্মিত ঢাকা কেন্দ্রীয় কারাগারের বিপরীতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের শুভ সূচনা করা হবে আগামী ১২ জানুয়ারি দুপুর ৩টায়।

এ উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্র্তৃপক্ষ।

উক্ত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জনাব নসরুল হামিদ এম.পি.।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মীজানুর রহমান।

এ উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের উপস্থিত থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে দুপুর ২টায় সকল পবিহরন কেরানীগঞ্জের উদ্দেশ্যে রওনা হবে এবং অনুষ্ঠান শেষে পূর্ব নির্ধারিত রুটে গন্তব্যের উদ্দেশ্যে সকল পরিবহন চলবে।

উল্লেখ্য, গত কিছুদিন আগে কেরাণীগঞ্জের বাঘৈর গ্রামে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস তৈরি করার উদ্দেশ্যে দশ বিঘা জমি ক্রয় করা হয়েছে। এই স্থানে একাডেমিক ভবন সহ শিক্ষার্থীদের আবাসিক ভাবন নির্মাণ করার কথা ভাবছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।



মন্তব্য চালু নেই