জবিতে বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড উৎসব শনিবার

বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড কমিটি ‘৫ম ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৫’ এর আয়োজন করেছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ এবং বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-এর যৌথ উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে ৮টায় ঢাকা বিভাগের এ উৎসবটি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।

২০১৫ সালের জুলাই মাসে ভারতে মুম্বাই-এ অনুষ্ঠিতব্য ৪৬তম আন্তর্জাতিক ফিজিক্স অলিম্পিয়াডে অংশ নিতে ৫ সদস্য বিশিষ্ট বাংলাদেশ দল গঠন উপলক্ষে এ উৎসবের আয়োজন করা হচ্ছে।

উৎসবটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জবি উপাচার্য্য প্রফেসর ড. মীজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট শিক্ষাবিদ, লেখক ও বৈজ্ঞানিক এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবাল ও জবি ট্রেজারার প্রফেসর মোঃ সেলিম ভূঁইয়া উপস্থিত থাকবেন।

এছাড়াও অনুষ্ঠানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গসহ বাংলাদেশের আন্তর্জাতিক মানের প্রথিতযশা পদার্থবিজ্ঞানীগণ উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ‘৫ম ডাচ-বাংলা ব্যাংক বাংলাদেশ ফিজিক্স অলিম্পিয়াড-২০১৫’-এ জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ ঢাকা বিভাগের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ১১০০ জন ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করবেন।

অনুষ্ঠান উপলক্ষে বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়েছে। এছাড়াও অনুষ্ঠানসমূহের মধ্যে রয়েছে প্রশ্নোত্তর পর্ব, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী ।



মন্তব্য চালু নেই