জবিতে পরিত্যক্ত ককটেল ও পেট্রোলের বোতল উদ্ধার

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ভবনের নীচতলা থেকে পরিত্যক্ত তিনটি ককটেল ও একটি পেট্রোলের বোতল উদ্ধার করো হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদ আওয়ার নিউজকে বলেন, ভবনের নিরাপত্তারক্ষীর তথ্য পেয়ে পুলিশের সহযোগীতায় ককটেল ও পেট্রোলের বোতল উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞান ভবনে এ ধরণের ঘটনা বেশ কয়েকবার ঘটার পরও প্রশাসন তা রোধ করতে ব্যর্থ হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, বিজ্ঞান ভবনের পিছনে ব্যাংকের কাযক্রম চলায় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় গেট খোলা থাকে। ব্যাংকের কাযক্রম বন্ধ করে আমরা গেট বন্ধ রাখতে পারি না। খুব সম্ভবত ওদিক থেকেই দুর্বৃত্তরা বিজ্ঞান ভবনে এসে নাশকতার চেষ্টা চালায়।

এদিকে অন্যান্য ঘটনার মতো এবারও বিজ্ঞান ভবনের নিরাপত্তা বৃদ্ধির কথা জানিয়েছেন তিনি।

এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হোসেন আওয়ার নিউজকে বলেন, ককটেল উদ্ধার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বেশে অথবা অন্য কোনভাবে দুর্বৃত্তরা ক্যাম্পাসে প্রবেশ করে নাশকতা করতে পারে। আর বিশ্ববিদ্যালয়ে প্রবেশে আমাদের অনেক বিধিনিষেধও আছে।



মন্তব্য চালু নেই