জবিতে চারণের বর্ষবরণ উৎসব
“মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা, অগ্নি স্নানে শুচি হোক ধর” এমন স্লোগানকে সামনে রেখে জবিতে অনুষ্ঠিত হল বর্ষবনণ উৎসব। চারণ সাংস্কৃতিক কেন্দ্র জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বর্ষবরণ উৎসবের এ আয়োজন করে।
বর্ষবরণ উৎসবে আলোচনা সভা, গান, নৃত্য, আবৃত্তি, হাঁড়ি ভাঙ্গা খেলা অনুষ্ঠিত হয়।
সমিত ভৌমিকের পরিচালনায় বর্ষবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন, চারণ সাংস্কৃতিক কেন্দ্রের কেন্দ্রীয় উপদেষ্টা মানস নন্দী। এই উৎসব থেকে সকল প্রকার অনৈতিকতা, অপসংস্কৃতি, অশ্লীলতা ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে উন্নত রুচি, সংস্কৃতি ও অসম্প্রদায়িক মূল্যবোধের আধারে সাংস্কৃতিক আন্দোলনগড়ে তোলার আহ্বান জানানো হয়।
মন্তব্য চালু নেই