জন্ম-বিয়ে-মৃত্যু একই দিনে – অদ্ভুত প্রেমের এক নিদর্শন !

দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক দম্পতির জন্ম হয় ১৯১৮ সালের একই দিনে। এই দম্পতি হলেন হেলেন ব্রাউন ও লেস ব্রাউন। স্কুলে পড়তে পড়তে একে অপরের প্রেমে পড়েন। পরিবার বাধা দিলে তাঁরা সিদ্ধান্ত নেন, পালিয়ে বিয়ে করবেন। বয়স তখন ১৮ বছর।

যেই কথা সেই কাজ। এভাবেই চলছিল বেশ। গত সেপ্টেম্বরে তাঁরা ৭৫তম বিবাহবার্ষিকী পালন করে পরিবারকে বুঝিয়ে দিয়েছিলেন ভালবাসার অর্থ।

কয়েকদিন আগে ছেলে লেস ব্রাউন জুনিয়র জানালেন ১৬ জুলাই তাঁর মা হেলেন ব্রাউন মারা যান। আর কয়েক ঘন্টার ব্যাবধানে মারা যান বাবা লেস ব্রাউন। কয়েক ঘণ্টার তফাতে তাঁদের মৃত্যু হয়। দুইজনের বয়স হয়েছিল ৯৪ বছর।

মা হেলেন ব্রাউন একদিন তাঁর ছেলেকে বলেছিলেন যে তিনি কখনও তার স্বামীর মৃত্যু দেখতে পারবেন না, আর লেস ব্রাউনও নাকি তাকে ছেড়ে থাকতে পারবেন না। সত্যিই এমনটি ঘটলো। এর চেয়ে গভীর প্রেমের নমুনা আর থাকতে পারে না।



মন্তব্য চালু নেই