জন্ম নিল বিস্ময়কর দুই মাথা বিশিষ্ট কোবরা!

হুয়াং প্যান নামের জনৈক এক চাইনিজ ব্যক্তি দুই-মাথা সম্পন্ন চীনা কোবরার সন্ধান পেয়েছেন। যা এখনও জীবিত রয়েছে এবং দিন দিন বড় হচ্ছে। তিনি যখন সাপের খালি বাক্স পরিষ্কার করছিলেন, তখন এই সাপের সন্ধান পান।

সাপের শরীরের তিন-চতুর্থাংশ একটি অপরটি থেকে আলাদা। এর দুই মাথা নিজ স্বাধীনমত নড়াচড়া করতে পারে। সাপটি কোন খাদ্য গ্রহণ করে না এবং পানীয় পান করে না।

হুয়াং মনে করেন, সাপটি বেশিদিন বাঁচতে পারবে না। কারণ, সাপটি জন্ম নেয়ার পর থেকে এখন পর্যন্ত কোন খাদ্য গ্রহণ করে নি। তিনি চায়নায় নানিং শহরের একটি চিড়িয়াখানায় সাপটি রেখা আসার পরিকল্পনা করছেন।

চিড়িয়াখানার একজন কর্মকর্তা জানান, “সাপটি ১০ দিন যাবত জীবিত আছে এবং চিড়িয়াখানায় গত ২দিন ধরে আছে। ইতিমধ্যে সাপের চামড়ার রং একবার পরিবর্তন করা হয়ে গেছে”।

সে আরও জানান, “সাপের বর্তমান অবস্থা স্থিতিশীল থাকা সত্ত্বেও তারা বলতে পারছেন না, সাপটি কি জীবিত থাকতে পারবে কিনা। কারণ, এখনও সাপটি কোন খাবার গ্রহণ করছে না”।

এরকম দুই মাথা সম্পন্ন কোন সাপ এবারি প্রথম নয়। বেশীরভাগ ক্ষেত্রে এরকম সাপের জীবনকাল খুব কম হয়। এরা বেশিদিন বেঁচে থাকতে পারে না।

সূত্র: কানাডা ইয়াহু নিউজ।



মন্তব্য চালু নেই