জনসভার কথা শুনলেই সরকার মুর্ছা যায়

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জনসভার কথা শুনলেই সরকার মুর্ছা যায় বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শুক্রবার সন্ধ্যায় রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘দেশের বিভিন্ন স্থানে বেগম খালেদা জিয়ার জনসভার কথা শুনলেই সরকার তা বাধা দেয়ার জন্য ওঠেপড়ে লাগে। এরই ধারাবাহিকতায় নায়ারণগঞ্জের কাঁচপুরে শনিবার অনুষ্ঠিতব্য জনসভায় জনগণের অংশগ্রহণে বাধাগ্রস্থ করার চেষ্টায় লিপ্ত হয়েছে। দেশব্যাপী খালেদার বিভিন্ন জনসভায় বিপুল জনসমাগম দেখে অবৈধ সরকার প্রতিহিংসায় আরো বেশি উন্মত্ত হয়ে বিএনপিসহ বিরোধী নেতাকর্মীদের উপর আক্রমন চালায়, নেতাকর্মীদের বাড়িঘর, দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠানে উপর আইনশৃঙ্খলা রক্ষাকারীবাহিনীসহ আওয়ামী দুর্বৃত্তরা বরর্বোরচিত হামলা চালিয়ে যাচ্ছে।’



মন্তব্য চালু নেই